শনিবার ১৫ নভেম্বর ২০২৫ - ১২:১২
মির্জা হাবিবুল্লাহ রেশতি/ভিডিও

মির্জা হাবিবুল্লাহ রেশতি, মির্জা মোহাম্মদ আলী খানের পুত্র এবং জাহাঙ্গীর খাঁন গিলানির নাতি, হিজরি ১২৩৪ সালে আমলাশ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ওই অঞ্চলের দয়ালু ও সৎ জমিদার ও শাসকদের একজন ছিলেন। মিরজা হাবিবুল্লাহ বারো বছর বয়সে লঙ্গারুদে হুজুরির (ধর্মীয়) শিক্ষা শুরু করেন। পরে তিনি রেশত শহরে যান এবং সেখানে আঠারো বছর বয়স পর্যন্ত রেশতের হাওজায়ে ইলমিয়ায় পড়াশোনা চালিয়ে যান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha